Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অনলাইনে প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির আবেদন।
বিস্তারিত

২০২২-২০২৩ অর্থ  বছর থেকে চিরিরবন্দর  উপজেলাকে শতভাগ প্রতিবন্ধী ভাতা কর্মসূচির আওতাভুক্ত করা হয়েছে। ফলে চিরিরবন্দর উপজেলার সকল প্রকৃত প্রতিবনধী ব্যক্তি ভাতা পাবেন। এই ভাতা পাওয়া আপনার অধিকার। ভাতা পাওয়ার জন্য কোনো ব্যক্তির নিকট আবেদন করার প্রয়োজন নেই। বাংলাদেশের যে কোন স্থান  থেকে ভাতা প্রার্থী ব্যক্তি অনলাইনে আবেদন করতে পারবেন ।  ১০ আগস্ট ২০২২  থেকে ১০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত  আবেদন করা যাবে।

আবেদন করার লিংক   mis bhata.gov.bd/onlineApplication

শর্তসমূহ:

১।         অবশ্যই প্রতিবন্ধী শনাক্তকরণ পরিচয় পত্র থাকতে হবে।

২।        ভাতা প্রার্থীর নিজের নামে নিবন্ধিত সীমসহ মোবাইল ফোন থাকতে হবে।

৩।        একটি সীম(মোবাইল নম্বর) এক বারই ব্যবহার করা যাবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
10/08/2022
আর্কাইভ তারিখ
10/09/2022